বাংলাদেশ পুলিশের চাকরির জন্য কি কি শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বা আমি পুলিশের চাকরি করতে চাই এখন কি করব? এধরণের প্রশ্নের মুখোমুখি আমি প্রায়ই হয়ে থাকি। তাই আজকের এই আর্টিকেলে আমি পুলিশের চাকরির যোগ্যতা ও আবেদনের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
বাংলাদেশ পুলিশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য –
বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) হলো বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এটি বাংলাদেশের সরাষ্ট্র মন্ত্রানালয়ের কর্তৃক পরিচালিত। বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপির (পুলিশ প্রধান) নাম ড. জাবেদ পাটোয়ারী।
বাংলাদেশ পুলিশের নীতিবাক্য হলো “শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”। দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও আইন প্রয়োগ করা’ই হলো পুলিশের প্রধান কাজ। ১৮৬১ সালের পুলিশ আইন দ্বারা এই সংস্থাটি পরিচালিত। বাংলাদেশ পুলিশের প্রথম যাত্রা শুরু হয় ১৮৪১ সালে।
বাংলাদেশ পুলিশের কিছু উল্লেখযোগ্য ইউনিট –
- পুলিশ হেডকোয়ার্টার্স
- রেঞ্জ পুলিশ
- মেট্রোপলিটন পুলিশ
- জেলা পুলিশ
- থানা পুলিশ
- স্পেশাল ব্রাঞ্জ (এসবি)
- ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)
- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
- র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)
- রেলওয়ে পুলিশ (জিআরপি)
- ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ
- হাইওয়ে পুলিশ
- পুলিশ ইন্টারনাল ওয়েবসাইট (পিআইও)
- পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)
- ট্রেনিং ইন্সটিটিউটস
- ট্যুরিস্ট পুলিশ
- নৌপুলিশ
পুলিশের চাকরির ডিউটি ও বেতন কেমন ও অন্যান্য সুযোগ সুবিধা কি সেটা জানতে এই আর্টিকেলটি পড়ুন।
বাংলাদেশ পুলিশে চাকুরী স্তর (র্যাংক) –
- আইজিপি (IGP)
- অতিরিক্ত আইজিপি (Additional IGP)
- ডিআইজি (DIG)
- অতিরিক্ত ডিআইজি (Additional DIG)
- এসপি (SP)
- অতিরিক্ত এসপি (Additional SP)
- সিনিয়র সহকারী এএসপি (Senior Assistant SP)
- সহকারী এসপি (Assistant SP)
- ইন্সপেক্টর (Inspector)
- সাব ইন্সপেক্টর (SI)
- সহকারী সাব ইন্সপেক্টর (ASI)
- নায়েক (Nayek)
- কনস্টেবল (Constable)
পুলিশ সদস্যদের পদমর্যাদা ও বেতন স্কেল –
- আইজিপি – ৮২০০০ (সিনিয়র সচিব)পদমর্যাদা
- অতিঃ আইজিপি – ৭৮০০০ গ্রেড ১ পদমর্যাদার ৪ জন।
- ডিআইজি – ৬৬০০০
- অতিঃ ডিআইজি – ৫৬৫০০
- এসপি – ৪৩০০০
- অতিরিক্ত এসপি – ৩৫০০০
- সিনিয়র এএসপি – ২৯০০০
- এএসপি – ২৩১০০
- পরিদর্শক – ২২০০০
- সাব ইন্সপেক্টর/ সার্জেন্ট/ টিএসআই – ১৬০০০
- এএসআই/ এটিএসআই – ১১০০০
- নায়েক – ১০২০০
- কনস্টেবল – ৯০০০
বিঃ দ্রঃ এই মুল বেতন স্কেল (বেসিক) আসল বেতন না। আসল বেতনে এই বেসিকের সাথে ৪০-৬০% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও আরো অন্যান্য ভাতা সংযুক্ত হয়। এছাড়াও এই বেসিক প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পাবে।
পুলিশের চাকরির জন্য শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা –
বাংলাদেশ পুলিশে মোট ৩ টি স্তরে নিয়োগ হয়ে থাকে – কনস্টেবল, সাব ইন্সপেক্টর/ সার্জেন্ট, এএসপি। এই ৩ টি স্তরের প্রতিটা নিয়ে নিচে বিস্তারিত বলা হলো-
১. কনস্টেবল – বাংলাদেশ পুলিশের সর্ব কনিষ্ঠ র্যাংক হলো কনস্টেবল। কনস্টেবলে ভর্তি হয়ে পড়াশোনা করে ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে আপনি এএসপি পর্যন্ত হতে পারবেন।
কনস্টেবলের চাকরির জন্য শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা –
- বয়স পুরুষ ও মহিলা (সাধারণ কোঠা) – ১৮ থেকে ২০ বছর
- বয়স পুরুষ ও মহিলা (মুক্তিযোদ্ধা কোঠা) – ১৮ থেকে ৩২ বছর
- উচ্চতা পুরুষ (সাধারণ কোঠা) – ৫ ফুট ৬ ইঞ্চি
- উচ্চতা পুরুষ (মুক্তিযোদ্ধা কোঠা) – ৫ ফুট ৪ ইঞ্চি
- উচ্চতা পুরুষ (ক্ষুদ্র নৃগোষ্ঠী) – ৫ ফুট ৪ ইঞ্চি
- উচ্চতা মহিলা (সকল কোঠা) – ৫ ফুট ২ ইঞ্চি
- জাতীয়তা – প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- বৈবাহিক অবস্থা – প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা – এসএসসি অথবা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
ওজন – বয়স ও উচ্চতার সাথে বডিম্যাক্স ইনডেক্স অনুযায়ী ওজনের লিস্ট দেখে নিন –
- উচ্চতা: ৪ ফুট ৭ ইঞ্চি – পুরুষ: ৩৯-৪৯ কিলোগ্রাম / মহিলা: ৩৬-৪৬ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ৮ ইঞ্চি – পুরুষ: ৪১-৫০ কিলোগ্রাম / মহিলা: ৩৮-৪৮ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ৯ ইঞ্চি – পুরুষ: ৪২-৫২ কিলোগ্রাম / মহিলা: ৩৯–৫০ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ১০ ইঞ্চি – পুরুষ: ৪৪-৫৪ কিলোগ্রাম / মহিলা: ৪১–৫২ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ১১ ইঞ্চি – পুরুষ: ৪৫-৫৬ কিলোগ্রাম / মহিলা: ৪২-৫৩ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ০ ইঞ্চি – পুরুষ: ৪৭-৫৮ কিলোগ্রাম / মহিলা: ৪৩-৫৫ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি – পুরুষ: ৪৮-৬০ কিলোগ্রাম / মহিলা: ৪৫-৫৭ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি – পুরুষ: ৫০-৬২ কিলোগ্রাম / মহিলা: ৪৬-৫৯ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি – পুরুষ: ৫১-৬৪ কিলোগ্রাম / মহিলা: ৪৮-৬১ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি – পুরুষ: ৫৩-৬৬ কিলোগ্রাম / মহিলা: ৪৯-৬৩ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি – পুরুষ: ৫৫-৬৮ কিলোগ্রাম / মহিলা: ৫১-৬৫ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি – পুরুষ: ৫৬-৭০ কিলোগ্রাম / মহিলা: ৫৩-৬৭ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি – পুরুষ : ৫৮-৭২ কিলোগ্রাম / মহিলা: ৫৪-৬৯ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি – পুরুষ: ৬০-৭৪ কিলোগ্রাম / মহিলা: ৫৬-৭১ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি – পুরুষ: ৬২-৭৬ কিলোগ্রাম / মহিলা: ৫৭-৭১ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি – পুরুষ: ৬৪-৭৯ কিলোগ্রাম / মহিলা: ৫৯-৭৫ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি – পুরুষ: ৬৫-৮১ কিলোগ্রাম / মহিলা: ৬১-৭৭ কিলোগ্রাম।
- উচ্চতা: ৬ ফুট ০ ইঞ্চি – পুরুষ: ৬৭-৮৩ কিলোগ্রাম / মহিলা: ৬৩-৮০ কিলোগ্রাম।
- উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি – পুরুষ: ৬৯-৮৬ কিলোগ্রাম / মহিলা: ৬৫-৮২ কিলোগ্রাম।
- উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি-> পুরুষ: ৭১-৮৮ কিলোগ্রাম / মহিলা: ৬৭-৮৪ কিলোগ্রাম।
সাব ইন্সপেক্টর (SI) এর চাকরির জন্য শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা –
- বয়স পুরুষ ও মহিলা (সাধারণ কোঠা) – ১৯ থেকে ২৭ বছর
- বয়স পুরুষ ও মহিলা (মুক্তিযোদ্ধা কোঠা) – ১৯ থেকে ৩২ বছর
- উচ্চতা পুরুষ (সকল কোঠা) – ৫ ফুট ৪ ইঞ্চি
- উচ্চতা মহিলা (সকল কোঠা) – ৫ ফুট ২ ইঞ্চি
- জাতীয়তা – প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- বৈবাহিক অবস্থা – প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা – অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক/ সমমানের ড্রিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
ওজন – বয়স ও উচ্চতার সাথে বডিম্যাক্স ইনডেক্স অনুযায়ী ওজনের লিস্ট দেখে নিন –
- উচ্চতা: ৪ ফুট ৭ ইঞ্চি – পুরুষ: ৩৯-৪৯ কিলোগ্রাম / মহিলা: ৩৬-৪৬ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ৮ ইঞ্চি – পুরুষ: ৪১-৫০ কিলোগ্রাম / মহিলা: ৩৮-৪৮ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ৯ ইঞ্চি – পুরুষ: ৪২-৫২ কিলোগ্রাম / মহিলা: ৩৯–৫০ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ১০ ইঞ্চি – পুরুষ: ৪৪-৫৪ কিলোগ্রাম / মহিলা: ৪১–৫২ কিলোগ্রাম।
- উচ্চতা: ৪ ফুট ১১ ইঞ্চি – পুরুষ: ৪৫-৫৬ কিলোগ্রাম / মহিলা: ৪২-৫৩ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ০ ইঞ্চি – পুরুষ: ৪৭-৫৮ কিলোগ্রাম / মহিলা: ৪৩-৫৫ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি – পুরুষ: ৪৮-৬০ কিলোগ্রাম / মহিলা: ৪৫-৫৭ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি – পুরুষ: ৫০-৬২ কিলোগ্রাম / মহিলা: ৪৬-৫৯ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি – পুরুষ: ৫১-৬৪ কিলোগ্রাম / মহিলা: ৪৮-৬১ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি – পুরুষ: ৫৩-৬৬ কিলোগ্রাম / মহিলা: ৪৯-৬৩ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি – পুরুষ: ৫৫-৬৮ কিলোগ্রাম / মহিলা: ৫১-৬৫ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি – পুরুষ: ৫৬-৭০ কিলোগ্রাম / মহিলা: ৫৩-৬৭ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি – পুরুষ : ৫৮-৭২ কিলোগ্রাম / মহিলা: ৫৪-৬৯ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৮ ইঞ্চি – পুরুষ: ৬০-৭৪ কিলোগ্রাম / মহিলা: ৫৬-৭১ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি – পুরুষ: ৬২-৭৬ কিলোগ্রাম / মহিলা: ৫৭-৭১ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি – পুরুষ: ৬৪-৭৯ কিলোগ্রাম / মহিলা: ৫৯-৭৫ কিলোগ্রাম।
- উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি – পুরুষ: ৬৫-৮১ কিলোগ্রাম / মহিলা: ৬১-৭৭ কিলোগ্রাম।
- উচ্চতা: ৬ ফুট ০ ইঞ্চি – পুরুষ: ৬৭-৮৩ কিলোগ্রাম / মহিলা: ৬৩-৮০ কিলোগ্রাম।
- উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি – পুরুষ: ৬৯-৮৬ কিলোগ্রাম / মহিলা: ৬৫-৮২ কিলোগ্রাম।
- উচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চি-> পুরুষ: ৭১-৮৮ কিলোগ্রাম / মহিলা: ৬৭-৮৪ কিলোগ্রাম।
এএসপির চাকরির জন্য শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা –
এএসপি পদে সরাসরি নিয়োগের বা আবেদনের কোন উপাই নাই। আপনি এএসপিতে জয়েন হতে চাইলে সেক্ষেত্রে আপনাকে বিসিএস এর প্রশাসনিক ক্যাডারে টিকে এসএসপি তে আসতে হবে।
এরপরেও যদি কেউ কিছু বুঝতে না পারেন বা এই বিষয়ে কোন হেল্প লাগে তাহলে আমাদের ফেইসবুক পেইজে সরাসরি মেসেজ দিতে পারেন। আমরা সাহায্যের চেষ্টা করব।
আমাদের ফেইসবুক পেইজ (Message) – PenmanBD Official.
ফেইসবুক পেইজ – Penmanbd Official.
assalamualikum আমি সোনিয়া বাড়ি চাঁদ পুর শিক্ষা গত যোগ্যতা s.s.c বয়স 25 ল্মবা 4. 8
আমি এই কাজের জন্য আবেদন করতে চাই আমি সোনিয়া বাড়ি চাঁদ পুর মতলব শিক্ষাগত যোগ্যতা s.s.c ল্মবা 4.8 ফোন ন্মাবার 016
আমাদের কাছে এসে হাজির হউন
হবে তো আবেদন করেন
আমি ইয়াসমিন আমি শিক্ষাগত SSC দিয়েছি, বয়স ১৮ বছর, হাইট ৫ফুট ২ ইঞ্চি, বাসা রাজবাড়ী , বাবা রিক্সা চালায়, বাবার সপ্নো দেশের দুর্নীতি মুক্ত রাখার, মা বাসায় কাজ করতো আমার সপ্নো পুরনের জন্য,, আমি কনস্টেবল পদে নিয়োগ হতে চাই,, মোবাইল।
আমার নাম শাকিবা আমি শিক্ষাগত SSC দিয়েচি বয়স 18 বছর উচ্চতা 5 ফুট 2ইনচি গ্রামের নাম নোয়াগাও থানা নবিগনজ জেলা হবিগঞ্জ বিভাগ সিলেট বাবা কৃষি কাজ করেন মা বাবার সপ্নো দেশের দুনীতি মুক্ত রাখার । আমার সপ্ন আমি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ চাই। মোবাইল নামবার।
আমার নাম সাকি বাড়ি নোয়াগাও থানা নবিগনজ জেলা হবিগঞ্জ বিভাগ সিলেট বাবা কৃষি কাজ করেন মা বাবার সপ্ন আমি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ চাই । মোবাইল নামবার।
Vlo
আমার নাম আরবী,, আমি hsc দিছি পয়েন্ট ৪.৪৫ আমার বয়স ২০ বছর আমি ৫ ফুট ৮ ইঞ্চি আমার বাড়ি খুলনা আমি ব্যবসা বিভাগের ছাত্র,,, পুলিশ এর আফিসার হওয়া আমার আর আমার পরিবারের স্বপ্ন,,,
Valo
amar name Fatema akter
Ami police job korke chai
Actually, Fast of al i would like to talk my main subject that i am saleh full name M.d Abu Saleh. I read at college in sylhet. I am bangali . I live in sylhet , Bishwanath . At present i stay my house. I was bron on 5 December 2003. আমার উচ্চতা 5″8 ইনছি । আমি জব করে চাই পুলিশের লাইনে যেকোনো লাইনের পুলিশের চাকরি হউক না খেনে আমি করব । কিন্তু সঙ্গে পড়া শোনাও চালিয়ে যাব। আপনারা আমাকে একটি চাকরির ব্যবস্থা করে দিন। বিশ্বনাথ থানায় অথবা সিলেট সদরে।
চাকরির জন্য কি সাঁতার জনা দরকার হবে
আমার বয়স ১৮ বছর এবং আমি ৫.৬ ইঞ্চি কিন্তু আমার বয়স অনুযায়ী ওজন ৫০ কেজি আমি কি পুলিশ এ সুযোগ পাবো 🙏